প্রকাশিত: Thu, May 9, 2024 10:43 AM
আপডেট: Mon, Jan 26, 2026 4:55 AM

[১]ভারতের পররাষ্ট্র সচিবের সফরে সীমান্ত হত্যার বিষয়টি তুলবে ঢাকা: ড. হাছান মাহমুদ

সালেহ্ বিপ্লব: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সীমান্ত হত্যা খুবই দুঃখজনক। আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে। আমরা দুই দেশ কাজ করছি যাতে এটা না হয়। আমরা নিয়মিত আলোচনা করছি। প্রাণহানির কারণ হতে পারে, সীমান্ত বাহিনী এমন কোনো শক্তি  যাতে প্রয়োগ করতে না পারে- তা নিয়ে আলোচনা হচ্ছে।  

[৩] বুধবার পঞ্চগড়ে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

[৪] মন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশে আসছেন। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং ভারতের সঙ্গে আমাদের অনেক সমস্যা রয়েছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়েও আমরা কথা বলবো।

[৫] দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের মতবিনিময়ের অংশ হিসেবে ঢাকায় আসছেন কোয়াত্রা। বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

[৬] বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিবের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

[৭] আগামী কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন, কূটনৈতিক মহলে আলোচনা চলছে এ নিয়ে। ঢাকায় ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরকালে প্রস্তুতিমূলক বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

[৮] গত ২০ এপ্রিল ভারতীয় পররাষ্ট্র সচিবের  সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসার কথা থাকলেও তা স্থগিত করা হয়। সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওখানে নির্বাচন চলছে। ভারতের অভ্যন্তরীণ নানা কারণে সফর স্থগিত করা হয়েছে।সম্পাদনা: সমর চক্রবর্তী